দীর্ঘদিন পর আবাও এক হচ্ছেন তাহসান-মিথিলা জুটি!

 


জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা আজও ভক্তদের হৃদয়ে দাগ কাটেন। দীর্ঘ প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। একসঙ্গে গান অভিনয় সবটাই করেছেন তবে ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবরে ভক্তদের মন ভেঙে যায়। এতো বছর পর শোনা গেল তাদের এক সঙ্গে কাজ করার খবর।

সংগীতশিল্পী তাহসান খান অভিনয় দিয়েও ভক্তদের মুগ্ধ করেছেন। কিন্তু গানে মনোযোগ দেয়ার কথা জানিয়ে ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেন তিনি। সেই বিরতির পালা এবার শেষ হয়েছে।

আবারও অভিনয়ে পর্দায় দেখা যাবে তাহসানকে। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।’

বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এ জুটি।

সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক।’

সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।

 



Comments

Popular posts from this blog

আবারও নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ আবেদন শুরু

কর অঞ্চল-২৫, ঢাকা বিশাল নিয়োগ Tax Zone-25 Dhaka Job Circular 2024