Posts

Showing posts from May, 2024

দীর্ঘদিন পর আবাও এক হচ্ছেন তাহসান-মিথিলা জুটি!

Image
  জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা আজও ভক্তদের হৃদয়ে দাগ কাটেন। দীর্ঘ প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। একসঙ্গে গান অভিনয় সবটাই করেছেন তবে ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবরে ভক্তদের মন ভেঙে যায়। এতো বছর পর শোনা গেল তাদের এক সঙ্গে কাজ করার খবর। সংগীতশিল্পী তাহসান খান অভিনয় দিয়েও ভক্তদের মুগ্ধ করেছেন। কিন্তু গানে মনোযোগ দেয়ার কথা জানিয়ে ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেন তিনি। সেই বিরতির পালা এবার শেষ হয়েছে। আবারও অভিনয়ে পর্দায় দেখা যাবে তাহসানকে। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান। অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।’ বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংব...

আবারও নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

Image
  দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বলিউডেও অভিষেক হয়েছে তার। তবে ক্যারিয়ার ও বিয়ে নিয়ে কি ভাবছেন? এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।  সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জয়া, সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী।   তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ দেখানটা স্বাভাবিক বিষয়। জয়া আহসানের বিয়ে নিয়ে তার ভক্তদের নানান প্রশ্ন আছে। অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হয়ে যাব। তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি। বিয়ের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে জয়া বলেন, পরিবার মানে তো শুধু স...

কর অঞ্চল-২৫, ঢাকা বিশাল নিয়োগ Tax Zone-25 Dhaka Job Circular 2024

Image
  কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা এর অধীনে ০৬ টি পদে মোট ৮২ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০। বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা। পদের নাম: প্রধান সহকারী পদ সংখ্যা: ১৭ টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা। পদের নাম: উচ্চমান সহকারী পদ সংখ্যা: ১১ টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ১৯ টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পি...

৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ আবেদন শুরু

Image
  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেশ কিছুদিন আগেই। বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। স্কুল অ্যান্ড‌ কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ১৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে । আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে ২০২৪ পর্যন্ত। ১০ মে ২০২৪ রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। অনলাইনে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যি...